এআই সেবায় দেশীয় কোম্পানি নেবুলা

২২ জুন, ২০২৪ ১০:২৫  

ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবসায়িক চাহিদা এবং গ্রাহকের জন্য স্বতন্ত্র ডেটা অ্যানালিটিকস সলিউশন এবং এআই অ্যাপ তৈরি করছে দেশের নতুন তথ্যপ্রযুক্তি কোম্পানি নেবুলা ডিজিটাল। রাজধানীর বনানী থেকে সেবাগ্রহীতার ভবিষ্যত ব্যবসায়ীক সফলতার জন্য ঠিক কী কী সেবা দরকার তার উপযুক্ত প্লাটফর্ম এবং ডেটা সলিউশন দেবে প্রতিষ্ঠানটি।

এয়ারটেল এবং গ্রামীণফোন ছাড়াওদেশের বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে চাকরির দীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আছেন সৈয়দ তানভীর হোসেন। আর ডিজিটাল মার্কেটিং, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রযুক্তিতে ২১ বছরের কর্ম অভিজ্ঞতা নিয়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন মেশিন লার্নিং অ্যালগরিদম বিশেষজ্ঞ আজমান সামি।

এছাড়াও কোম্পানির বোর্ড সদস্য শারজিল সারওয়ার, অয়ন সাব্বির আলম ও সাব্বির আহমেদের রয়েছে ডেটা বিশ্লেষণ, এআইসহ প্রযুক্তিখাতে দীর্ঘ কর্ম অভিজ্ঞতা।

দেশে বসে এআই সল্যুশনের উদ্যোক্তা সৈয়দ তানভীর হোসেন জানান, প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ডিজিটাল রূপান্তরের সেবা বা সলিউশন দিতে সক্ষম। কঠোর মূল্যায়ন এবং ব্যবসাখাতের বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে এর সমস্যা খুঁজে সমাধান দেয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে কাজ করে তার প্রতিষ্ঠানটি। এজন্য তাদের রয়েছে সরকারি মানের প্রযুক্তি প্লাটফর্মটি ডিজিটাল সহনশীলতা এবং প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে উন্নত সাইবার নিরাপত্তা, ডেটা বিশ্লেষণ, এআই এবং ব্লকচেইন প্রযুক্তিগুলিকে একীভূত করে সেবা দিতে সক্ষম।

অপরদিকে আজমান সামি জানান, উন্নয়নশীল শিল্পখাতগুলোকে এগিয়ে নিতে নেবুলা ডেটা নিয়ে ব্যাপকভাবে কাজ করে থাকে। যেখানে ডেটাকে ব্যবহার করে ডিজিটাল রূপান্তরের জন্য পরিকল্পনা ও তার বাস্তবায়ন কৌশলও তারা ঠিক করে দেন।